নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার রাতে টি-২০ বিশ্বকাপের জন্য আফগানিস্তানের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। অধিনায়ক হিসেবে রাখা হয়েছিল রাশিদ খানকে। কিন্তু স্কোয়াড ঘোষণার মাত্র কয়েক মিনিট পরেই অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান এই তরুণ আফগান স্পিনার। রাশিদের সরে দাঁড়ানোর কারণ, তাঁর মতামতের অপেক্ষা না করেই তাঁর নাম অধিনায়ক হিসেবে ঘোষণা করে দিয়েছিল আফগান বোর্ড।