​নিজস্ব সংবাদদাতাঃ জঙ্গি আস্তানা সন্দেহে ঢাকার মোহাম্মদপুরের বসিলায় একটি বাড়ি থেকে নানা চেষ্টার পর সকাল ৯ টার দিকে একজনকে আটক করেছে র্যাব। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি ইমরান খান সংবাদমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, তাকে আটকের পর ঢাকার বসিলার ব্লক -এ'র ৪ নম্বর সড়কের চার তলা বাড়িটিতে একে একে প্রবেশ করে র্যাবের ডগ স্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা। এসময় সড়কে সাধারণ মানুষের চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। কৌতুহল উৎকন্ঠা নিয়ে সড়কের দুপাশে অবস্থান নেন স্থানীয় বাসিন্দারা। তাদের সরিয়ে সর্তক অবস্থান নেন র্যাব সদস্যরা। অভিযান এখনো চলছে। এদিন ভোর রাত থেকে ঢাকার বসিলার জঙ্গি আস্তানা সন্দেহে আরও একটি বাড়ি ঘিরে রাখে র্যাব-২। র্যাবের কাছে গোপন সংবাদ রয়েছে জঙ্গি আস্তানার বিষয়ে।