নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি শোনা গিয়েছে, তালিবান শাসনে মহিলাদের ক্রিকেট খেলার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবার তা নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করল অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। অজি বোর্ডের তরফ থেকে বলা হয়েছে, যদি তালিবান শাসনে আফগান মহিলারা ক্রিকেট না খেলতে পারেন, তবে বাধ্য হয়ে নভেম্বরে হোবার্টে অনুষ্ঠিত হতে চলা অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান টেস্ট ম্যাচ বাতিল করে দেবে তারা।