​সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি ঃ শিলিগুড়ি পৌরনিগমের উদ্যোগে শিলিগুড়ি কলেজে দেওয়া হলো করোনা টিকা। পৌরনিগমের প্রশাসক মন্ডলির চেয়ারম্যান গৌতম দেব ভ্যাকসিনের শিবিরের ফিতে কেটে উদ্বোধন করেন। কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের এবং অধ্যাপিকাদের দেওয়া হয় করোনার প্রথম টিকা।গৌতম দেব বলেন, " মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা টিকা সার্বজনীন করার উদ্যোগ গ্রহণ করেছে।স্বাভাবিক ভাবেই পৌরনিগমের পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। একাংশ ছাত্রীদের মতে শিলিগুড়ির সমস্ত কলেজে এই টিকা দেওয়া হলে খুবই উপকৃত হবে ছাত্র -ছাত্রীরা"।পৌরনিগমের এই বিশেষ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের বিভিন্ন মহল।