New Update
/anm-bengali/media/post_banners/ppu0Ktfc8ZHU4CHY0tae.jpg)
রাহুল পাসোয়ান, আসানসোল:আদিবাসীদের জমি রক্ষার দাবিতে আসানসোলের বিএনআর মোড়ে থেকে একটি মিছিল করে এসডিএম অফিসে ডেপুটেশন জমা দিল আদিবাসী কোঅডিনেশন কমিটি। মিছিলটি বিএন আর মোড় থেকে শুরু করে এসডিএম অফিসে যায়। সেখানে তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। আদিবাসী কোঅডিনেশন কমিটির সেক্রেটারি মতিলাল সোরেন বলেন, “আদিবাসীদের জমি, জমি মাফিয়ারা দখল করে নিচ্ছেন।আসানসোল শিল্পাঞ্চলের রানিগঞ্জ, আসানসোল সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এই দখল চলছে।“ অবৈধ কাগজ দেখিয়ে এই দখল চলছে বলেও অভিযোগ করেন তিনি।এর প্রতিবাদে মহকুমা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হবে বলে জানান তিনি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us