/anm-bengali/media/post_banners/ZEeZ5RMfUPgnSW2K2tOh.jpg)
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর:এবার পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে শুভেন্দু অধিকারীকে সরাতে অনাস্থা প্রস্তাব জমা হল ব্যাঙ্কের সচিবের কাছে। ব্যাঙ্কের মোট সদস্য সংখ্যার তিন ভাগের এক ভাগ ইতিমধ্যেই এই প্রস্তাবের জমা দিয়েছেন। তাই নিয়ম অনুসারে আগামী ১৬ই সেপ্টেম্বর বাকি সদস্যদের নিয়ে তলবি সভার আহবান জানিয়েছেন সচিব। যেখানে শুভেন্দু অধিকারীকেও চিঠি পাঠানো হয়েছে উপস্থিত হওয়ার জন্য।
সূত্রের খবর বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের পরিচালন বোর্ডে ১৫ জন সদস্য রয়েছে শুভেন্দু অধিকারীকে নিয়ে। তাই শুভেন্দু অধিকারীকে চেয়ারম্যান থেকে সরাতে গেলে ওই বোর্ডের তিনভাগের একভাগ সদস্যদের অনাস্থা প্রস্তাব প্রয়োজন। মঙ্গলবার সেই অনাস্থা প্রস্তাব ব্যাঙ্কের সচিবের কাছে জমা দিয়েছেন ৬ জন সদস্য। সেইমতো সচিব ১৬ সেপ্টেম্বর জরুরী সভা আহ্বান করেছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us