​নিজস্ব সংবাদদাতাঃ সোমবার রাতে দক্ষিণ-পশ্চিম কলকাতার পর্নোশ্রীতে ৪৫ বছর বয়সী এক স্কুল শিক্ষিকা এবং তার ১৩ বছরের ছেলের গলা কাটা অবস্থায় মৃত দেহ পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এই মামলায় যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের মধ্যে মৃত মহিলা শিক্ষিকার স্বামী এবং তাদের ছেলের গৃহশিক্ষকও রয়েছেন।আরও জানা গিয়েছে, এই মামলায় কমপক্ষে ছয়জনকে আটক করা হয়েছে।