​নিজস্ব সংবাদদাতাঃ মেক্সিকোর হিদালগো রাজ্যের তুলা শহরে ভারী বৃষ্টির কারণে নদীর জল উপচে পড়ে প্লাবিত হয়েছে গোটা এলাকা। এই বন্যার ফলে মধ্য মেক্সিকোর একটি হাসপাতালে কমপক্ষে ১৭ জন রোগী মারা গিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যাচ্ছে, বন্যার কারনে হাসপাতালে বিদ্যুৎ সরবরাহ ও অক্সিজেন থেরাপি ব্যাহত হয়েছিল, যার কারনে মৃত্যু হয়েছে ওই রোগীদের।