New Update
/anm-bengali/media/post_banners/27shHm3e3s5pCGWoDjDa.jpg)
রাহুল পাসোয়ান, আসানসোল:কুলটি থানার সাকতড়িয়া ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে দুটি কয়লা বোঝাই লরি আটক করেছে। সোমবার রাতে ট্রাক দুটি আটক করে বলে পুলিশ সুত্রে জানা গেছে। অপরদিকে এই ঘটনা প্রসঙ্গে কুলটির বিজেপি নেতা অভিজিত্ আচার্য বলেন, পুলিশ সব জানে, কারা কারা কয়লা পাচারের সঙ্গে যুক্ত।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us