নিজস্ব সংবাদদাতাঃ তালিবান শাসিত আফগানিস্তানে তালিবানদের বিরুদ্ধে প্রতিবাদি মিছিলে নেমেছেন কাবুলের মহিলারা। 'আজাদি' স্লোগান তুলে এদিন মিছিলে প্ল্যাকার্ড হাতে হেঁটেছেন তারা। তালিবান শাসিত আফগানিস্তানে মহিলাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার দাবিতেই এই প্রতিবাদি মিছিল করেন কাবুলের মহিলারা। যদিও অভিযোগ উঠেছে, তালিবানরা বাহিনীকে ছত্রভঙ্গ করতে গুলি চালিয়েছে। দেখে নিন ভিডিও...