/anm-bengali/media/post_banners/P4RpMPO06bC4iYVzEeNi.jpg)
নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর:ছেলের হাতে বাবা খুন! এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কোলাঘাটে।
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার দহ বরনান গ্রামের বাসিন্দা আসরফ আলি খানকে, বয়স আনুমানিক ৭০, প্রথমে শ্বাসরোধ করে তারপর ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করে খুন করা হয়েছে বলে প্রতিবেশীদের অভিযোগ। প্রতিবেশীদের আরো অভিযোগ, টাকা-পয়সা জমিজমা নিয়ে প্রায়ই বাড়িতে অশান্তি লেগেই থাকতো। তারই জেরে এই ঘটনা বলে মনে করছেন পুলিশ থেকে প্রতিবেশীরা। এই ঘটনায় মৃতের দুই ছেলে জড়িত বলে অভিযোগ গ্রামবাসীদের। ঘটনা স্থলে কোলাঘাট থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করেছে। গ্রামবাসীদের দাবি, দোষীদের শাস্তি দেওয়া হোক। মৃতার দুই ছেলে কবির আলি খান (মানসিক ভারসাম্যহীন), আর এক ছেলের নাম রাজিব আলী খান। মৃতার স্ত্রী সুফিয়া বিবি এই ঘটনায় জড়িত দুই ছেলেকে আড়াল করার চেষ্টা চালাচ্ছে। তবে মৃতের মেজো ছেলে কবির আলি খান স্বীকার করেছে, “বাবার কাছে টাকা চাইতে টাকা না দেওয়ায় বচসা শুরু হয়। তার পরে কবির গলা টিপে খুন করেছে তার বাবাকে।“ এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়েছে। কোলাঘাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ মৃত আশরফের স্ত্রী ও দুই ছেলেকে আটক করে থানায় নিয়ে গেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us