দুর্গাপুর থেকে ট্রেনে ভারত দর্শন

author-image
New Update
দুর্গাপুর থেকে ট্রেনে ভারত দর্শন

রাহুল পাসোয়ান, আসানসোল: এবার দুর্গাপুর থেকে ভারত দর্শন ট্রেন চালু করল ভারতীয় রেল। এই সফরে এক সঙ্গে পঞ্চজ্যোতির্লিঙ্গ দেখার সুযোগ পেয়ে যাবেন দুর্গাপুর সহ আসানসোল ও চিত্তরঞ্জন-বাসীরা।

ভারত দর্শন EZBD59 জ্যোতির্লিঙ্গ যাত্রা স্পেশাল নামে নন-এসি স্লিপার ট্রেনটি আজ  দুর্গাপুর থেকে সকাল ১১ টায় যাত্রা শুরু করে। ১০ রাত্রি ১১ দিনের এই প্যাকেজ ভ্রমণটি পঞ্চজ্যোতির্লিঙ্গ এবং স্ট্যাচু অব ইউনিটি হয়ে দুর্গাপুরে ফিরবে ১৬ সেপ্টেম্বর।

এই সফরে উজ্জয়িনী, ওঙ্কারেশ্বর, বডোদরা (স্ট্যাচু অব ইউনিটি), সোমনাথ, দ্বারকা, নাগেশ্বর এবং কাশী বিশ্বনাথ ভ্রমণ করবেন যাত্রীরা।

আজ আসানসোলে 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এসে দাঁড়ালে যাত্রীরা রেলের এই উদ্যোগকে প্রশংসায় ভরিয়ে দেন।