New Update
/anm-bengali/media/post_banners/Z4SbPoA0iPLKGNmBERx4.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ করোনা ভাইরাসের জের, এবারও বাতিল হয়ে গেল কামাখ্যার অম্বুবাচী মেলা। বিগত বহু বছর ধরে অসমে ‘অম্বুবাচী মেলা’-র আয়োজন হয়ে আসছে। জুন মাসে এই উত্স্ব হওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষের তরফে তা বাতিল ঘোষণা করা হল শুক্রবার। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে পুন্যার্থী, ভক্তরা এই মেলায় অংশগ্রহণ করতে আসেন। গত বছর করোনার কারণে বন্ধ হয়ে যাওয়ার পরে এবার দ্বিতীয় ঢেউ এর ধাক্কায় আবারও একই সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us