​নিজস্ব সংবাদদাতাঃ পাঞ্জশির দখলে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তালিবানরা। নিত্য পাঞ্জশিরে হামলাও চালচ্ছে তালিবান বাহিনী। রবিবার পাঞ্জশির হামলায় নিহত হয়েছেন আফগান রেজিস্ট্যান্স ফ্রন্টের এক মুখপাত্র ফাহিম দাশতি। পেশায় তিনি ফেডারেশন অফ আফগানের একজন সুপরিচিত সাংবাদিকও ছিলেন। পাঞ্জশিরের বিশেষ সূত্র মারফৎ ফাহিমের মৃত্যু সংবাদ পাওয়া গিয়েছে।