​সুদীপ ব্যানার্জী, শিলিগুড়িঃ শিক্ষক দিবস উপলক্ষ্যে শিলিগুড়ি রোটারি ক্লাব অফ উত্তরায়ণের তরফে মোট ২৭ জন শিক্ষক - শিক্ষিকাদের সম্মানিত করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সি.আর.পি.এফের ডি.আই.জি অনিল কুমার। ডি.আই.জি অনিল কুমার বলেন, "গুরু মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। কোভিড পরিস্থিতিতে শিক্ষকদের ভূমিকা প্রশংসনীয়"।