​নিজস্ব সংবাদদাতাঃ : আশরাফ গনি আফগানিস্তান থেকে পালানোর পর দেশকে তালিবানের থেকে রক্ষা করার ‘গুরু দায়িত্ব’ নিয়েছেন প্রাক্তন উপরাষ্ট্রপতি আমরুল্লাহ সালেহ। পঞ্জশীরে তালিবানের বিরুদ্ধে প্রতিরোধ বাহিনীর লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন তিনিই। লড়াই সহজ নয়। প্রতি মুহূর্তে নতুন চ্যালেঞ্জ। কিন্তু তালিবদের কাছে মাথা নোয়াতে রাজি নন সালেহ। তাঁর দেহরক্ষীদের নির্দেশ দিয়ে রেখেছেন, যদি তিনি জখম হন, তাহলে তালিবরা তাঁকে ধরে ফেলার আগে যেন দেহরক্ষীরা তাঁর মাথায় গুলি করে। একবার নয়, দু’বার… যাতে মৃত্যু নিশ্চিত হয়।