পশ্চিম মেদিনীপুরে শিক্ষক দিবস উদযাপন

author-image
New Update
পশ্চিম মেদিনীপুরে শিক্ষক দিবস উদযাপন

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে শিক্ষক দিবস উদযাপনকে সামনে রেখে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে জেলার বেশ কয়েকজন অধ্যাপক ও অধ্যাপিকাদের সংবর্ধনা জানানো হয় রবিবার। ফুল, মিষ্টি,উত্তরীয় ও মেমেন্টো দিয়ে সম্মান জানানো হয়। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সৌরভ চক্রবর্তী সহ সংগঠনের সদস্যরা। সৌরভ চক্রবর্তী জানান, আগামী সাত দিন জেলার প্রত্যেকটি কলেজের অধ্যাপক ও অধ্যাপিকাদের সম্মান জানাবেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।আজ আমরা প্রাথমিকভাবে তা শুরু করলাম। অপরদিকে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতি ডেবরা ব্লকের উদ্যোগে শিক্ষক দিবস উদযাপন ও শিক্ষক সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ডেবরা হরিমতী হাইস্কুল প্রাঙ্গনে। এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন ডেবরার প্রাক্তন শিক্ষক পুলিন বিহারী পইড়া, ডেবরা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিবেকানন্দ মুখার্জী ও প্রদীপ কর,সাংসদ প্রতিনিধি সীতেশ ধাড়া, শিক্ষক সংগঠনের নেতা সৌমেন ঘোষ সহ ব্লকের শিক্ষক শিক্ষিকাগন।