নিজস্ব সংবাদদাতাঃ শনিবার দ্বিতীয় সংস্করণের বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জের ক্রিকেটার বাছাই পর্ব হয়ে গেল। মোট ছয়টি দল রয়েছে এবারের বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জে। আগেই অধিনায়ক এবং কোচেদের নামের পাশাপাশি নিলাম তালিকায় থাকা ক্রিকেটারদের নাম ঘোষণা করে দিয়েছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। আজ সেই তালিকা থেকে ক্রিকেটারদের বেছে নিল দলের কর্তা এবং অধিনায়কেরা। প্রত্যেক দলে ২০ জন করে ক্রিকেটার নেওয়া হয়েছে।