শোভনের সুরে গান গাইলেন ইমন

author-image
Harmeet
New Update
শোভনের সুরে গান গাইলেন ইমন


নিজস্ব সংবাদদাতাঃ অভিমন্যু মুখোপাধ্যায়ের পরবর্তী ছবি ‘লকডাউন’। এই ছবিতে একটি ভালবাসার গান রয়েছে। যার নাম ‘তোমার কপালের শীতঘুমে’। এই গানটির সুর করেছেন শোভন এবং গানটি গেয়েছেন ইমন।