New Update
/anm-bengali/media/post_banners/W1W5odflk1JoKV5G2twS.jpg)
রাহুল পাসোয়ান, আসানসোল:শুরু হল আসানসোল বাজারে হটন রোড থেকে করপোরেশন মোড় পর্যন্ত অটো ও টোটোর উপর নিয়ন্ত্রণ। আসানসোল বাজারে যান চলাচলে নিয়ন্ত্রণ ও ভিড় কমাতে ট্রাফিক পুলিশের এই উদ্যোগ বলে জানা গেছে।
উল্লেখ্য, গতকাল ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মাইকিং করে জানানো হয়েছিল আসানসোল বাজারে সকাল ৮ থেকে রাত্রি ৮টা পর্যন্ত ঐ এলাকায় টোটো ও অটো চলাচল করবে না। এর পরেই শনিবার সকাল থেকে এই এলাকায় চলছে ট্রাফিক পুলিশের কড়া নজরদারি। যে কোন টোটো বা অটো এই এলাকায় ঢুকতে গেলে তাদের সরিয়ে দিচ্ছে পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us