​নিজস্ব সংবাদদাতাঃ প্রায় ২০ দিন আগেই আফগানিস্তানের রাজধানী দখল করে নিলেও দেশের উত্তরেই অবস্থিত পঞ্জশীরে দাঁত ফোটাতে পারছিল না তালিবানরা। আফগানবাসীর মধ্যে প্রতিরোধ বাহিনীর জনপ্রিয়তা বৃদ্ধি পেতেই রণাত্মক ভঙ্গি নেয় তালিবান। মঙ্গলবার রাত থেকেই সংঘর্ষ শুরু হয় মাসুদ বাহিনীর সঙ্গে। এরপরই শুক্রবার রাতে তালিবান দাবি করে, অবশেষে তারা পঞ্জশীর দখল করে নিতে পেরেছে। এরপরই রাতভর গুলি চালিয়ে বিজয় উৎসব পালন করে তালিবান। সেই আনন্দেরই বলি হল একাধিক মানুষ। শিশু সহ কমপক্ষে আট-দশজন গুলির আঘাতে মারা গিয়েছেন বলে জানা গিয়েছে।