ভ্যাকসিন নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা দুর্গাপুরে

author-image
New Update
ভ্যাকসিন নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা দুর্গাপুরে

হরি ঘোষ, দুর্গাপুর: ভ্যাকসিন নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা দুর্গাপুরে।ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে উত্তেজিত গ্রহীতারা প্রবল বিক্ষোভ শুরু করে স্বাস্থ্য কেন্দ্রের সামনে।দুর্গাপুর নগর নিগমের ৪২ নম্বর ওয়ার্ডের শ্যামপুর স্বাস্থ্য কেন্দ্রের এই ঘটনায় উত্তেজিত গ্রহীতারা ভ্যাকসিন দেওয়ার কাজ বন্ধ করে দেন।পড়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে,পুলিশকে ঘিরে ধরেও ক্ষোভ প্রকাশ করে গ্রহীতারা। অভিযোগ, স্লট বুকিং করে ভোর রাত থেকে লাইনে দাঁড়িয়ে থাকার পরও ভেতর থেকে স্বাস্থ্য কর্মীরা স্থানীয়দের বুকিং ছাড়াই ভ্যাকসিন দিয়ে দিচ্ছে, অথচ দীর্ঘ লাইনে তারা দাঁড়িয়ে আছেন। স্বাস্থ্য বিধি শিকেয় তুলে দিয়ে ব্যাপক ভিড় করে উত্তেজিত গ্রহীতারা এই দুর্নীতির বিরুদ্ধে সরব হতে শুরু করে, যে ক্ষোভ সামলাতে পারেনি কোকওভেন থানার পুলিশও। বন্ধ করে দেওয়া হয় ভ্যাকসিনেশোনের কাজ, শুরু হয় শ্যামপুর সাস্থ্য কেন্দ্রের সামনে চূড়ান্ত বিশৃঙ্খলা। স্বাস্থ্য বিধি শিকেয় তুলে দিয়ে ভিড় জমিয়ে শুরু হয় গ্রহীতাদের হুড়োহুড়ি, পরিস্থিতি সামলাতে ব্যাপক বেগ পেতে হয় পুলিশকে।অবিলম্বে স্থানীয়দের স্লট বুকিং ছাড়া বেলাইনে ঢোকানো বন্ধ করার দাবি ওঠে। প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর শুরু হয় ফের ভ্যাকসিনেশনের কাজ।যদিও স্বাস্থ্য কর্মীরা কোনোরকম দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন।সব মিলিয়ে গোটা ঘটনায় দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন শ্যামপুর স্বাস্থ্য কেন্দ্রে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।