চোটের কারণে টোকিও প্যারালিম্পিক্স থেকে সরে দাঁড়ালেন ভারতের অরুণা তনওয়ার

author-image
Harmeet
New Update
চোটের কারণে টোকিও প্যারালিম্পিক্স থেকে সরে দাঁড়ালেন ভারতের অরুণা তনওয়ার

নিজস্ব সংবাদদাতাঃ ভারতের প্যারা-তাইকোণ্ডো প্লেয়ার অরুণা তনওয়ার চোটের কারণে বাধ্য হয়ে নিজের রিপচেঞ্জ বাউট থেকে সরে দাঁড়ালেন। অলিম্পিক এবং প্যারালিম্পক গেমসের জন্য তৈরি ভারতের অফিশিয়ার অ্যাকাউন্ট থেকে টুইট করে সংবাদটি জানানো হয়েছে।