টোকিও প্যারালিম্পিক্সঃ হাসপাতালে নিয়ে যাওয়া হল অরুণাকে, কারণটা জানেন?

author-image
Harmeet
New Update
টোকিও প্যারালিম্পিক্সঃ হাসপাতালে নিয়ে যাওয়া হল অরুণাকে, কারণটা জানেন?

নিজস্ব সংবাদদাতাঃ টোকিও প্যারালিম্পিক্সে বৃহস্পতিবার নিজের প্রথম ম্যাচে দুর্দান্ত ভঙ্গিতে জয় লাভ করেছিলেন ভারতের প্যারা-তাইকোণ্ডো প্লেয়ার অরুণা তনওয়ার। কিন্তু দ্বিতীয় ম্যাচে অরুণাকে সেই ছন্দে দেখাচ্ছিল না। ফলস্বরূপ, দ্বিতীয় ম্যাচে পরাজিত হন তিনি। ম্যাচের পর অবশ্য জানা যায় অরুণার খারাপ ছন্দের কারণ। অরুণাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মনে করা হচ্ছে, তাঁর হাড়ে চিড় ধরেছে। প্যারালিম্পিক কমিটি অফ ইন্ডিয়ার সভাপতি দীপা মালিক টুইট করে সংবাদটি জানিয়েছেন।