New Update
/anm-bengali/media/post_banners/oZaKzlY2L86C9JqW3UBH.jpg)
নিউজডেস্কঃ আর মাত্র কিছুদিন পরেই শুরু হতে চলেছে ইউরো ২০২০ । মনে প্রশ্ন আসতেই পারে ২০২১ সালে দাঁড়িয়ে কেনো ইউরো ২০২০ । আসলে এই খেলাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো ২০২০ সালের ১২ জুন থেকে ১২ জুলাইয়ে। কিন্তু কোভিড পরিস্থিতির কারণে খেলাটি তখন স্থগিত করা হয়। যেটি অনুষ্ঠিত হতে চলেছে ২০২১ সালের ১১ জুন থেকে ১১ জুলাইয়ের মধ্যে। মোট ২৪ টি দেশ এই খেলায় অংশ গ্রহন করছে এবং এর মধ্যে ১১ টি দেশের মাঠে এটি অনুষ্ঠিত হবে। যেসব দেশে অনুষ্ঠিত হবে সেগুলি হলো যথাক্রমে - স্পেন , স্কটল্যান্ড , রাশিয়া , ইতালি , জার্মানি , ইংল্যান্ড , আজারবাইজান , ডেনমার্ক , হাঙ্গেরি , নেদারল্যান্ড ও রোমানিয়া।
আরও খবরঃ http://anmnews.in/?p=218558 / http://anmnews.in/?p=218556
For more details visit anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us