রাহুল পাসয়ান, আসানসোলঃ ১ সেপ্টেম্বর পুলিশ দিবস। সেই মত রাজ্য জুড়ে বিভিন্ন থানা ফাঁড়িতে পালিত হচ্ছে পুলিশ দিবস। আর এই পুলিশ দিবসে সাধারণ মানুষকে করোনা নিয়ে সচেতন করতে দেখা গেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের হীরাপুর থানা পুলিশকে। আজ পুলিশ দিবস উপলক্ষে হীরাপুর থানার সামনে যাতায়াতকারী মাস্কবিহীন মানুষদের মাস্ক দেওয়া হয় এবং করোনা নিয়ে সচেতন করা হয় পাশাপাশি পুলিশ দিবস উপলক্ষ্যে সাধারণ মানুষের হাতে গোলাপ ফুল তুলে দেওয়া হয় হীরাপুর থানার পক্ষ থেকে এবং যাতায়াতকারী যানবাহনের ওপর রাজ্য সরকারের প্রকল্পের আওতায় সেফ ড্রাইভ সেভ লাইফ এর স্টিকার লাগানো হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।