​দিগবিজয় মাহালী, পশ্চিম মেদিনিপুরঃ আজ ১লা সেপ্টেম্বর, রাজ্য পুলিশ দিবস।এই দিবসটি অতি যত্ন সহকারে পালন করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের নির্দেশে দাসপুর থানা।এদিন পুলিশ দিবস উপলক্ষে আয়োজিত হয় একটি স্বাস্থ্য সচেতনতা শিবির। শিবিরটি অনুষ্ঠিত হয় বাসুদেবপুর বিদ্যাসাগর হাইস্কুলে। চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা নিয়ে ওই এলাকার বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত হন তাদের চিকিৎসা করানোর জন্য।জানা গিয়েছে ঘাটাল লায়ন্স ক্লাব ও দাসপুর থানার সহযোগিতায় এই স্বাস্থ্য শিবিরটি অনুষ্ঠিত হয়।ঘাটাল এসডিপিও অগ্নিশ্বর চৌধুরী,সিআই দেবাশিস ঘোষ,দাসপুর থানার বর্তমান ওসি অমিত মুখার্জী, দাসপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুনিল ভৌমিক,তৃণমূল ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আসিস হুদাইত,দাসপুর-২ পঞ্চায়েত সমিতি সভাপতি প্রতিমা দোলই সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হন আজ পুলিশ দিবস উদযাপন অনুষ্ঠানে।এবং সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দাসপুর থানার সাব-ইন্সপেক্টর প্রভাত চৌধুরী।জানা গিয়েছে আজ পুলিশ দিবস উপলক্ষে প্রভাত বাবুকে বিশেষভাবে সম্বর্ধনা দেওয়াও হয়,কারণ তিনি আর কয়েক দিনের মধ্যেই দাসপুর থানা থেকে বদলি হয়ে কেশপুর থানায় যোগ দেবেন।