New Update
/anm-bengali/media/post_banners/UxaTEvSxd3eL0kOLiIq2.jpg)
​নিজস্ব সংবাদদাতাঃ মোট শূন্যপদ : ২ (এসটি সংরক্ষিত)
নিয়োগের বোর্ড : পশ্চিমবঙ্গের নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়।
কোন শূন্যপদ
১) ডেপুটি রেজিস্ট্রার (Deputy Registrar)
২) স্টোর কিপার (Store Keeper)
চাকরির মেয়াদ : সম্পূর্ণ সময়ের জন্য স্থায়ী কর্মী নিয়োগ করা হবে।
কোথা থেকে আবেদন
১) পশ্চিমবঙ্গের যে কোনও জেলা থেকে আবেদন করা যাবে।
২) আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
১) ডেপুটি রেজিস্ট্রার (Deputy Registrar)- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে কমার্স/ফিনান্সে মাস্টার ডিগ্রি। অডিট এবং অ্যাকাউন্ট্যান্সিতে ১০ বছরের কাজ করার অভিজ্ঞতা। পাঁচ বছর অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের দায়িত্ব পালন করা প্রার্থীকে বাড়তি গুরুত্ব দেওয়া হবে।
২) স্টোর কিপার (Store Keeper)- উচ্চমাধ্যমিক পাস। প্রার্থীকে কম্পিউটারে ৬ মাসের ডিপ্লোমা বা সার্টিফিকেটধারী হতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের প্রাধান্য দেওয়া হবে।
বয়সসীমা
১) ডেপুটি রেজিস্ট্রার (Deputy Registrar)- প্রার্থীকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
২) স্টোর কিপার (Store Keeper) - প্রার্থীকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের ফি : কোনও ফি দিতে হবে না।
বেতন
১) ডেপুটি রেজিস্ট্রার (Deputy Registrar)- প্রতি মাসে ৭৯,৮০০ টাকা বেতন দিয়ে শুরু (পে লেভেল ১২)।
২) স্টোর কিপার (Store Keeper) - প্রতি মাসে ২৭,৫০০ টাকা বেতন দিয়ে শুরু (পে লেভেল ৫)।
প্রার্থী নির্বাচন পদ্ধতি : কিছু বলা হয়নি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us