বন্ধুত্বের নতুন সংজ্ঞা গড়ছেন ভারতের প্যারালিম্পিয়ানরা, দেখুন ভিডিও

author-image
Harmeet
New Update
বন্ধুত্বের নতুন সংজ্ঞা গড়ছেন ভারতের প্যারালিম্পিয়ানরা, দেখুন ভিডিও

নিজস্ব সংবাদদাতাঃ টোকিওতে বন্ধুত্বের নতুন নজির গড়ছেন ভারতের প্যারালিম্পিয়ানরা। সূর্যোদয়ের দেশে ভারতের রৌপ্য পদক জয়ী হাই জাম্পার নিশাদ কুমারের হেয়ার স্টাইলিস্ট হয়ে উঠলেন রৌপ্য পদকজয়ী আর এক হাই জাম্পার মারিয়াপ্পান থাঙ্গাভেলু। আবার মারিয়াপ্পান পদক জয়ের পর তাঁকে কাঁধে চাপিয়ে তাঁর পদকজয় উদযাপন করলেন ভারতের প্যারা-জ্যাভলিন থ্রোয়ার সন্দীপ চৌধরি। নিম্নে দেওয়া দুটি ভিডিওতে দেখে নিন এই দুই অপূর্ব দৃশ্য।