আজ টোকিও প্যারালিম্পিক্সে ভারত কটি পদক জিতল দেখে নিন

author-image
Harmeet
New Update
আজ টোকিও প্যারালিম্পিক্সে ভারত কটি পদক জিতল দেখে নিন

নিজস্ব সংবাদদাতাঃ টোকিও প্যারালিম্পিক্সে মঙ্গলবার ভারতের প্যারা-অ্যাথলিটেরা মোট তিনটি পদক জিতেছেন। হাই জাম্পার মারিয়াপ্পান থাঙ্গাভেলু জিতেছেন রৌপ্য পদক, হাই জাম্পার শরদ কুমার জিতেছেন ব্রোঞ্জ পদক এবং শ্যুটার সিংহরাজ আধানাও জিতেছেন ব্রোঞ্জ পদক।