New Update
/anm-bengali/media/post_banners/p3PPPuSUZKefRamIYElU.jpg)
সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার : কৃষক বাজার চালুর দাবিতে আলিপুরদুয়ার-ফালাকাটা ৩১ নং জাতীয় সড়ক অবরোধ করেন কৃষকরা। মঙ্গলবার আলিপুরদুয়ার-১ ব্লক বীরপাড়া কৃষক বাজারের সামনে অবরোধ করেন কৃষকরা। কৃষকদের অভিযোগ, গত ২২ তারিখ এই কৃষক বাজার চালু হয়। দু’দিন বাজার চললেও পরবর্তীতে বিভিন্ন সমস্যা শুরু হয় যায়। আলিপুরদুয়ার বড় বাজারের কিছু ফোরে পাইকারদের এই বাজারে আসতে বাধা দিচ্ছে। এই সমস্যার বিষয়ে জেলাশাসককেও স্মারকলিপি দেওয়া হয়, তবুও কোনও সুরাহা হয়নি। কৃষকরা জানিয়েছেন , এদিন বাধ্য হয়েই তাঁরা অবরোধ শুরু করেন। কোনও স্থায়ী সমাধান না হলে অবরোধ চলবে। অপরদিকে, জাতীয় সড়ক অবরোধ হওয়ায় বিশাল যানজট সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে আলিপুরদুয়ার থানার পুলিশ বাহিনী। এছাড়াও উপস্থিত ছিলেন এস.ডি. পি.ও দেবাশীষ চক্রবর্তী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us