বাংলাদেশে পাওয়া গেল ডেঙ্গির প্রাণঘাতী ভ্যারিয়েন্ট ডেনভি-৩

author-image
New Update
বাংলাদেশে পাওয়া গেল ডেঙ্গির প্রাণঘাতী ভ্যারিয়েন্ট ডেনভি-৩

হাবিবুর রহমান, ঢাকা:বাংলাদেশে ডেঙ্গির সবচেয়ে মারাত্মক ও প্রাণঘাতী ভ্যারিয়েন্ট ডেনভি-৩ পাওয়া গেছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। সারা বাংলাদেশে ডেনভি-৩ ডেঙ্গি ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। সম্প্রতি ডেঙ্গিতে আক্রান্ত ২০ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে দেখা গেছে সবাই প্রাণঘাতী ডেনভি-৩ ভ্যারিয়েন্টে আক্রান্ত।

ডেঙ্গির জিনোম সিকোয়েন্সিং নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (বিসিএসআইআর) বাংলাদেশে ডেনভি-৩ ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার বিষয়টি জানায়। ২০১৯ সালে সারা বাংলাদেশে ভয়াবহভাবে ডেঙ্গি ছড়িয়ে পড়ার পেছনেও এই ভ্যারিয়েন্ট দায়ী বলে সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে।

তবে ডেঙ্গির চারটি ভ্যারিয়েন্ট  রয়েছে। ডেনভি-১ থেকে ৪ এর মধ্যে সবচেয়ে মারাত্মক হচ্ছে ডেনভি-৩ ভ্যারিয়েন্টটি। বাংলাদেশে ডেনভি-১ ও ডেনভি-২, এ দুই ধরনের ডেঙ্গি আগে থেকেই ছিল। এবার সবচেয়ে মারাত্মক ভ্যারিযেন্টটি ধরা পড়ল বাংলাদেশে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয় ২০১৯ সালে। সে বছর ১ লাখ ১ হাজার ৩৫৪ জন মশাবাহিত এ রোগে আক্রান্ত হয় এবং এদের মধ্যে ১৭৯ জন মারা যায়।