নিজস্ব সংবাদদাতাঃ টোকিও প্যারালিম্পিক্সে ইতিমধ্যেই সাতটি পদক জিতে নিয়েছে ভারত। অষ্টম পদকটিও সোমবার জিতে ফেলতে পারত। কিন্তু মাত্র ০.৩ পয়েন্টের জন্য পদক হাতছাড়া হয়ে গেল ভারতের শ্যুটার স্বরূপ মহাবীর উনহালকরের। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টটি স্বরূপ চতুর্থ স্থানে শেষ করলেন।