/anm-bengali/media/post_banners/2wRbGJbbRY9nanZtMXpT.jpg)
সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ আলিপুরদুয়ারের কালচিনি ব্লকে আদিবাসী শক্তিকে কাছে টানতে ময়দানে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি লুইস কুজুর। রবিবার কালচিনি ব্লকে সাতালি চা-বাগানে তৃণমূল কংগ্রেসের নব সভাপতিকে সংবর্ধনা দেওয়া হয় আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে। পাশাপাশি বিভিন্ন চা-বাগান গুলোতে গিয়ে সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেন আদিবাসী এই নেতা। সূত্রের পাওয়া খবর অনুযায়ী কালচিনি ব্লকে ২১ টি চা-বাগান রয়েছে।এই চা- বাগান গুলোতে আদিবাসী সম্প্রদায়ের মানুষ থাকেন। ২০১৯ লোকসভা নির্বাচনে এবং ২০২১ এর বিধানসভা নির্বাচনে চা-বাগানে আদিবাসী সম্প্রদায়ের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছিল।স্বাভাবিক ভাবেই আদিবাসীদের উন্নয়নের পাশাপাশি তাদের অভাব,অভিযোগ শুনতেই হাজির হয়েছিল সভাপতি লুইস কুজুর। আদিবাসী নৃত্যের সাথে মাদল বাজিয়ে স্বাগত জানায় চা-বাগানে কর্মরত আদিবাসী সম্প্রদায়ের মানুষ। স্বাভাবিক ভাবেই আদিবাসীদের এই সংবর্ধনাতে যথেষ্টই আপ্লূত নব নিযুক্ত তৃণমূল কংগ্রেসের এই ব্লক সভাপতি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us