New Update
/anm-bengali/media/post_banners/RPRauPXs0sDHjjxfnwEX.jpg)
হরি ঘোষ, দুর্গাপুরঃ ফের সাফল্য পেল দুর্গাপুর পুলিশ। অবৈধভাবে বালি কাণ্ডে জড়িত আরও তিনজনকে গ্রেফতার করল দুর্গাপুরের ডিটিপিএস ফাঁড়ির পুলিশ। ধৃত তিন যুবকের নাম পবন সিং, টুনটুন সিং এবং জিতেন্দ্র কুমার বলে জানা গিয়েছে। ধৃতদের দুর্গাপুর থানা থেকে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা আদালতে। দুদিন পর দুর্গাপুরে আসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী আসার আগে সমস্ত বালিঘাটে অভিযান চালাচ্ছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। প্রায় সমস্ত অবৈধ বালি ঘাট বন্ধ করে দেওয়া হয়েছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এবং জেলা প্রশাসন সমস্ত রকম ভাবেই তৎপর। এই কান্ডের সাথে কুখ্যাত লোহা মাফিয়া নামও উঠে আসছে সরবন চৌধুরী এবং রাম পদারক রাম। এরা এক সময় কুখ্যাত লোহা মাফিয়া ছিল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us