নিজস্ব সংবাদদাতাঃ লিগ ওয়ানে রবিবার রিমসের মুখোমুখি হচ্ছে প্যারিস সেইন্ট জার্মান। বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে, এই ম্যাচেই হয়তো পিএসজি’র হয়ে অভিষেক হতে পারে প্রাক্তন বার্সা তারকা লিওনেল মেসির। পিএসজি’র তরফ থেকে ম্যাচের জন্য ঘোষিত ২২ জনের দলে নামও রয়েছে লিওর। এবার দেখার আজকের ম্যাচে তাঁর অভিষেক হয় কিনা। রাত ১২:১৫ থেকে শুরু হবে ম্যাচ।