/anm-bengali/media/post_banners/iAMX5XJfLgAvjc2G5Bxi.jpg)
​নিজস্ব সংবাদদাতাঃ
সন্ত্রাসবাদী হামলার উদাহরণ দিতে গিয়ে আগে তালিবানের নাম নেওয়া হয়েছিল। কিন্তু রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সেই বিবৃতি থেকে এ বার বাদ পড়ল তালিবানের নাম। কাবুল বিমানবন্দরের কাছে জঙ্গি হামলার ঘটনা প্রসঙ্গে ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘কোনও আফগান সংগঠনের উচিৎ নয় নিজেদের দেশের বা অন্য কোনও দেশের সন্ত্রাসে মদত দেওয়া।’ আর সেখান থেকেই উঠে গিয়েছে তালিবান শব্দটি।
অগস্ট মাসের জন্য নিরাপত্তা পরিষদের দায়িত্বে রয়েছে ভারত। তাই এই বিবৃতিতে স্বাক্ষর রয়েছে ভারতেরই । এই বিবৃতি প্রকাশ হয়েছে ২৭ অগস্ট। আর এরআগে ১৬ অগস্ট বিবৃতি দেওয়া হয়েছিল এই নিরাপত্তা পরিষদের তরফে। সেখানে এই বাক্যেই বলা হয়েছিল ‘তালিবান বা অন্য কোনও আফগান সংগঠনের উচিৎ নয় নিজেদের দেশের বা অন্য কোনও দেশের সন্ত্রাসে মদত দেওয়া।’ তাই বলা যায়, দিন ১৫-র মধ্যে বদলে গিয়েছে বিবৃতি। সেই সূক্ষ কূটনৈতিক পরিবর্তন দেখিয়ে দিয়েছেন একসময় রাষ্ট্রপুঞ্জে ভারতের প্রতিনিধিত্ব করা কূটনীতিক সৈয়দ আকবরুদ্দিন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us