​নিজস্ব সংবাদদাতাঃ দলের সঙ্গে যোগ দিয়েছেন প্রায় ৩ সপ্তাহ হয়ে গেল। নতুন দল প্যারিসাঁজাঁ লিগ ওয়ানের দুটি ম্যাচ খেলে ফেলল। এখনও মাঠে নামেননি মেসি। কবে নামবেন তিনি? এই প্রশ্নের উত্তর বোধ হয় মিলতে চলেছে রবিবার। প্যারি সাঁজাঁ জুড়ে এখন জোর জল্পনা, আগস্ট মাসের শেষ রবিবারে প্যারি সাঁজাঁয় হবে মেসি বোধন। শুক্রবার বিকেল থেকে গোটা ফুটবল দুনিয়া রোনাল্ডোয় বুঁদ। জুভেন্তাস ছেড়ে পুরনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে। আলোচনায় এখান সেটাই। এবার সেই লাইমলাইট কি নিজের দিকে ফের নিয়ে যেতে পারবেন মেসি? জল্পনা যে ক্রমশ জোরালো হচ্ছে। রবিবার লিগ ওয়ানে রিঁসের বিরুদ্ধে খেলার সম্ভাবণা ক্রমশ জোরালো হচ্ছে মেসির। নিয়মিত অনুশীলন করছেন তাই নয়। ম্যাচের আগের দিন আবার অনুশীলন সারলেন প্রথম এদাশের হয়ে। তাই জল্পনা তীব্রতর হচ্ছে। যেদি মেসি রবিবার পিএসজির হয়ে অভিষেক ঘটিয়ে ফেলেন তবে রোনাল্ডোর থেকে লাইমলাইট যে আবার তাঁর দিকে যাবে, তা বলাই বাহুল্য