New Update
/anm-bengali/media/post_banners/ad630v1OewbSLQHErHOA.jpg)
হরি ঘোষ, দুর্গাপুরঃ আজ ভোর রাতে মাইথন-এর কাছাকাছি ডুবুরডিহি চেকপোস্ট থেকে ১০০০টি প্রজাতির টিয়া উদ্ধার করল দুর্গাপুরের বনদপ্তর। এই পাখি পাচার চক্রের খবর ছিল আগেই বনদপ্তরের কাছে। সিআইডির টিম, ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল বোর্ড এর টিম এবং দুর্গাপুরের বনদপ্তর-এর টিম যৌথভাবে এই অভিযান চালায়। আসানসোলের সিং ট্রাভেলস-এর একটি বাস থেকে এগুলি উদ্ধার হয়। চারজনকে গ্রেফতার হয়েছে এই ঘটনায় ড্রাইভার খালাসী সহ। এদেরকে আজ দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে। ধৃতদের মধ্যে দুজন এই চক্রের মূল পান্ডা। এদেরকে দীর্ঘদিন ধরে খুঁজছিল দুর্গাপুরের বনদপ্তর। অবশেষে সাফল্য মিলল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us