ভোট পরবর্তী হিংসা অব্যাহত মেদিনীপুরে

author-image
Harmeet
New Update
ভোট পরবর্তী হিংসা অব্যাহত মেদিনীপুরে



নিউজ ডেস্ক, কেশিয়াড়িঃ ভোট পরবর্তী হিংসা অব্যাহত। এবার বিজেপি করার কারণে মারধর ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার শাসক দলের। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির নছিপুর গ্রাম পঞ্চায়েতের ডাডরা এলাকায়। জানা গিয়েছে, তৃণমূলের এক আলোচনা সভায় নছিপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির নির্বাচিত সদস্য কাঞ্চন ঘোষকে ডাকা হয়।কিন্তু  তিনি যেতে অস্বীকার করলে আচমকা তাদের বাড়িতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বলে অভিযোগ। মারধর, গাড়ি ও বাড়ি ভাঙচুর চালায় বলে দাবি বিজেপির। 

আহত অবস্থায় পাঁচজনকে আনা হয় কেশিয়াড়ি গ্রামীন হাসপাতালে।চিকিৎসার পর কেশিয়াড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে বিজেপি।বিজেপি করার কারণেই আক্রমন বলে দাবি বিজেপির জয়ী ওই সদস্যের। যদিও তৃণমূলের দাবি, কেশিয়াড়িতে ভরাডুবির ফলে নিজেদের গোষ্ঠী দ্বন্দ্বের এটা বহিঃপ্রকাশ। এখানে তৃণমূলের যোগ নেই।
কেশিয়াড়ি থানার পুলিশ দুই দলের চারজনকে আটক করেছে বলে খবর।