​নিজস্ব সংবাদদাতাঃ কলকাতা শহরতলিতে প্রচুর সংখ্যক জাল ভারতীয় ১০০ টাকার নোট চালু রয়েছে, এই আশঙ্কা করে পার্ক সার্কাসের দারাপাড়ার একটি বাড়িতে অভিযান চালায় কাস্টমস। সেখান থেকেই উদ্ধার হয় বেশ কিছু জাল ১০০ টাকার নোট। যার পরিমাণ ৪৩৬০০ টাকা। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে। ধৃতদের নাম কিংপিন মেহতাব রানা ওরফে বাচ্ছা রাজা, মোহাম্মদ সমীর হোসেন এবং মোহাম্মদ কায়সার আলম।