​নিজস্ব সংবাদদাতাঃ দুপুরের পর থেকে কারেন্ট অফ সিঁথিরমোড় ও সংলগ্ন এলাকা। সম্প্রতি, ওই এলাকায় বিদ্যুতের কাজ শুরু করেছে CESC. যার জেরেই এই দুর্ভোগ এলাকাবাসীর। তবে শীঘ্রই এই সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে, এদিনের হয়রানির জন্য ক্ষমাও চেয়েছেন তারা। CESC এর কর্মী জানান, আচমকা বৃষ্টি এসে যাওয়ায় কাজের ক্ষতি হয়েছে। তা না হলে এতক্ষণে সমস্যার সমাধান হয়ে যেত। তবে এখন কি হবে সেই নিয়ে মাথায় হাত এলাকার মানুষ এর।