New Update
/anm-bengali/media/post_banners/N8lR0jCJ3eG46aSnXiyw.jpg)
দেবাশিস বিশ্বাস, কোচবিহারঃ ব্যাপক ভাঙ্গনের মুখে নদীর পারগুলি। নদীতে হু হু করে বাড়ছে জলস্তর। টানা বৃষ্টিতে জলস্ফীতি হচ্ছে কোচবিহার তোর্সা সহ বিভিন্ন নদীতে। আর গত ২৪ ঘন্টায় কোচবিহার শহর সংলগ্ন ১৬ এবং ১৮ নম্বর ওয়ার্ডের ফাঁসির ঘাট এলাকায় হু হু করে ঢুকছে জল। ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দারা নিজেদের বাড়িঘর ভেঙ্গে সুরক্ষিত স্থানে উঠে আসার চেষ্টা চালাচ্ছে। প্রতি বছর-এর মতো এই বছর ভাঙ্গনে কোনোরকম সহযোগীতা না পাওয়ার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। যদিও বা কোচবিহারের মহকুমা শাসক রকিবুর রহমান ইতিমধ্যেই বেশ কিছু এলাকায় লোক পাঠিয়েছেন। তবে তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us