সীমান্তে জবাব দিতে কতটা প্রস্তুত মাসুদ বাহিনী! দেখুন

author-image
Harmeet
New Update
সীমান্তে জবাব দিতে কতটা প্রস্তুত মাসুদ বাহিনী!  দেখুন

​নিজস্ব সংবাদদাতাঃ 

প্রায় গোটা আফগানিস্তান(Afghanistan)ই নিজের দখলে নিতে পারলেও একমাত্র পঞ্জশীর উপত্যকা (Panjshir Valley)-তেই আঁচড়টুকুও কাটতে পারেনি তালিবান (Taliban)। উল্টে সেখানেই গড়ে উঠেছে তালিবান প্রতিরোধ শক্তি। আহমেদ মাসুদের নেতৃত্বে বিরোধী শক্তিকে আটকাতে তালিবান তৎপার হওয়ায়, নজরদারি বাড়াল প্রতিরোধ শক্তিও।

গত সপ্তাহের রবিবার কাবুল দখল নেওয়ার পরই আফগানিস্তানে নিজেদের রাজত্ব ঘোষণা করেছে তালিবানরা। কিন্তু দখল করতে পারেনি কাবুলের উত্তরে অবস্থিত পাহাড়ে ঘেরা পঞ্জশীর উপত্যকা। গত সপ্তাহেই তালিবান বিরোধী শক্তি পোল-ই-হেসার, দেহ সালাহ ও বানু জেলা দখল নেয়। তালিবানের পতাকা নামিয়ে ফের আফগানিস্তানের পতাকা উত্তেলন করা হয়। লোকমুখে পঞ্জশীর প্রতিরোধ শক্তির প্রশংসা শুরু হতেই নড়েচড়ে বসে তালিবান। হুঁশিয়ারি দেওয়া হয় হামলার।