​নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার একদিকে টোকিওতে প্যারালিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান কঠোর নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হচ্ছিল, অন্যদিকে টোকিওর সাবওয়ে স্টেশনে অ্যাসিড হামলায় দগ্ধ হয় দুজন। টোকিওর শিরোকানে তাকানাওয়া স্টেশনে করা হয় এই হামলা। আহতদের মধ্যে একজন ২২ বছরের ব্যবসায়ী, যার মুখে ছোড়া হয়েছিল অ্যাসিড। এবং অন্যজন ৩৪ বছরের মহিলা, যার পায়ে এসে লাগে ওই অ্যাসিড। অপরাধী নিজেকে হস্তান্তর করেছে পুলিশের কাছে।