​সুদীপ ব্যানার্জী, শিলিগুড়িঃ আফগানিস্তানে ইউনিভার্সিটি দখল করে ক্যাম্প বানিয়েছে তালিবানরা। শিলিগুড়ি বাগডোগরা বিমানবন্দরে দেশের মাটিতে পা রেখে আতঙ্কিত অবস্থায় মুখ খুললেন নেপালের বাসিন্দা সান্তারাজ সুব্বা। কর্মসূত্রে আফগানিস্তানের একটি আমেরিকান ইউনিভার্সিটিতে নিরাপত্তা রক্ষীর কাজ করতেন সান্তারাজ সুব্বা। সান্তারাজ সুব্বা বলেন "ভাবতেই পারছি না বেঁচে দেশের মাটিতে পা রাখবো। তালিবানরা একে একে আফগানিস্তানের সমস্ত কিছু দখল করার পাশাপাশি ইউনিভার্সিটি দখল করে ক্যাম্প বানিয়েছে। ভারতীয় বায়ু সেনার উদ্যোগে দেশের মাটিতে ফিরতে পেরেছি।