সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ দ্বিতীয় পর্যায়ে 'দুয়ারে সরকার' কর্মসূচীতে তৎপর জেলা প্রশাসনের পাশাপাশি আলিপুরদুয়ারের জেলা তৃণমূল কংগ্রেস। দূর্গম এলাকায় ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীরা গিয়ে এই 'দুয়ারে সরকার' শিবির করার জন্য ঝড় আর জলের মধ্যেই রাস্তা তৈরী করছে। সূত্রের পাওয়া খবর অনুযায়ী, বর্ষার সময় আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের রায়মাটাং ঝোড়াতে জল জমে থাকে। স্বাভাবিক ভাবেই স্থানীয় গ্রামবাসীদের এই জলের মধ্য দিয়েই যাতায়াত করতে হয়।এই বর্ষার মরশুমের মধ্যেই রায়মাটাং ডিপোতে দুয়ারে সরকার শিবির করার প্রস্তুতি নিয়েছে। প্রশাসন থেকে কর্মীরা যাবার পূর্বেই তৃণমূল দলীয় নেতৃত্ব পৌঁছে গিয়ে ঝোড়ার জমা জলের মধ্যেই সাধারণ মানুষের সুবিধার্থে রাস্তা করার পরিকল্পনা নিয়েছে ব্লক প্রশাসন। কালচিনি ব্লকের তৃনমূল কংগ্রেসের নেতা পাসাং লামার নেতৃত্বে দলীয় কর্মীরা এই রাস্তা তৈরী করছে। রীতিমতো জে.সে.বি মেশিন দিয়ে রাস্তা তৈরী করছেন তৃণমূল কর্মীরা। এলাকা বাসির একাংশ মানুষের মতে এই রাস্তা তৈরীর ফলে দীর্ঘদিনের এই সমস্যা মিটতে চলেছে। স্বাভাবিক ভাবেই এলাকার বাসিন্দারা আপ্লুত এই উদ্যোগের ফলে।