​নিজস্ব সংবাদদাতাঃ টেস্ট সিরিজের জন্যে লন্ডনে রয়েছেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। সঙ্গে তাদের একরত্তি মেয়ে ভামিকা। ইউরোপ থেকে মাঝে মধ্যেই ছবি শেয়ার করেন বিরুষ্কা। সম্প্রতি ইউরোপ লিডসের এক রেস্টুরেন্টে ওনাম উদযাপন করেছেন এই তারকা দম্পতি।