​নিজস্ব সংবাদদাতা ঃ তালিবান দাপটে অশান্ত আফগানিস্তান। অশান্ত কাবুল। দেশ থেকে পালাতে চাইছেন সে দেশের মানুষরা। আর যারা পারছেন না, তাঁরা আশঙ্কায় দিন কাটাচ্ছে । প্রতিমুহুর্তে মৃত্যু ভয় তাড়া করে বেড়াচ্ছে। এই পরিস্থিতিতে দেশের ক্রিকেট চালিয়ে যাওয়া যে একপ্রকার কঠিন। এই অবস্থায় আপাতত স্থগিত হল পাকিস্তান-আফগানিস্তান একদিনের সিরিজ।তবে শুধুই কি অশান্ত কাবুলের জন্যই স্থগিত হল পাকিস্তান-আফগানিস্তান সিরিজ? আগামি মাসের শুরুতেই তিনটি একদিনের ম্যাচের সিরিজ খেলার কথা ছিল পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে। নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কাতে। তবে শুরুর আগেই যেভাবে আফগানিস্তান অশান্ত হয়ে উঠেছে তাতেই চিন্তার ভাঁজ পড়ে আফগান ক্রিকেট সংস্থার। যার ফল এখন কাবুল থেকে বিমান পরিষেবাও ব্যহত হয়েছে। প্রথমে পরিকল্পনা ছিল সড়কপথে পাকিস্তানে এসে আফগানিস্তান দল কলম্বো উড়ে যাবে দুবাই হয়ে। তবে এখন যা পরিস্থিতি সেও বাতিল করতে হয়েছে।