/anm-bengali/media/post_banners/lyEJIXB16Mm8lfR5T5a3.jpg)
সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ করোনা আবহে জাঁকজমক করে না-হলেও খামতি নেই রাজার জন্মদিনে। এই রাজা কোনো মানুষ নয়। আজ দেশের সবথেকে বৃদ্ধ রয়্যাল বেঙ্গল টাইগারের জন্মদিন। ঠিকানা ডুয়ার্সের দক্ষিণ খয়েরবাড়ি বাঘ পুনর্বাসন কেন্দ্র। সোমবার ২৩ আগস্ট ওই রাজা পঁচিশে পা রাখলো। বন্যপ্রাণিদের ইতিহাসে যা এক নয়া রেকর্ডও বটে। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে একগুচ্ছ পরিকল্পনা নিয়েছিল রাজ্য বনদপ্তর। কিন্তু ওই পরিকল্পনায় জল ঢেলেছে কোভিডের দ্বিতীয় ঢেউ। তবুও রাজার জন্মদিন পালন করছে বনদপ্তর। তবে ভার্চুয়ালি। বেলুন, কেক ও মোমবাতি দিয়ে সাজানো হয়েছে রাজার কুঠুরি। এই দিন বাঘ সংরক্ষণের উপর সারা দেশ ব্যাপি একটি অনলাইন ক্যুইজ প্রতিযোগিতা পরিচালনা করছে বনদপ্তর। তাতে অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কৃত করাও হবে। এই নির্দিষ্ট দিনে রাজার বিভিন্ন মুডের ছবি ও ভিডিয়ো দিনভর ডিসপ্লে হবে রাজ্য বনদপ্তরের ওয়েবসাইটে,সঙ্গে থাকবে রাজার জীবনের টুকরো টুকরো ইতিহাস। কিন্তু কে ওই রাজা? চিড়িয়াখানায় অথবা বন্দিদশায় তার জন্ম হয়নি। সে আদতে সুন্দরবনের এক জংলী পুরুষ বাঘ। ২০০৮ সালে সুন্দরবনের মাতলা নদী পার করার সময় রাজার পেছন দিকের বাঁ পায়ের প্রায় অর্ধেকটা খুবলে নেয় কুমির। প্রায় মরণাপন্ন অবস্থায় ওই জখম বাঘকে নিয়ে আসা হয় জলদাপাড়া বনবিভাগের দক্ষিণ খয়েরবাড়ির বাঘ পুনর্বাসন কেন্দ্রে। টানা কয়েকমাস জমে মানুষে টানাটানির পর নতুন জীবন ফিরে পায় রাজা। তবে পা হারিয়ে পঙ্গু হয়ে যাওয়া রাজাকে আর জঙ্গলে ফেরানোর ঝুঁকি নেননি বনকর্তারা। তখন থেকেই সে ওই দক্ষিণ খয়েরবাড়ির বাঘ পুনর্বাসন কেন্দ্রের আবাসিক।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us